বাংলাদেশিদের জাল আধার কার্ড- শাসকদলের নামকরা বিধায়ককে নোটিশ পুলিশের

শাসক দলের নামকরা বিধায়ককে নোটিশ পুলিশের। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
d

File Picture


নিজস্ব সংবাদদাতা: দিল্লি পুলিশ দিল্লির শাসকদল আপের নামকরা বিধায়ক মহিন্দর গয়াল এবং তার অফিসের কর্মীদের একটি জাল আধার কার্ড নথির মামলায় তদন্তে যোগদানের জন্য নোটিশ পাঠিয়েছে। ইতিপূর্বে কিছু বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং জাল আধার কার্ড উদ্ধার করা হয়। তদন্ত চলছে।