নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বারাণসীতে ইএএম ডঃ এস জয়শঙ্কর বলেন, "কাশীতে আসা সবসময়ই ভালো অনুভূতি, বিশেষ করে কাশী তামিল সঙ্গমের সময়। আমি গত বছরও এসেছিলাম। এবার আমি ৪৫ জন কূটনীতিককে নিয়ে এসেছিলাম, যাদের বেশিরভাগই রাষ্ট্রদূত ছিলেন, কারণ আমি চেয়েছিলাম তারা কাশী তামিল সঙ্গমের গুরুত্ব বুঝতে পারে। আমি চেয়েছিলাম তারাও বুঝতে পারে যে কাশী সমগ্র দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কেন আমরা সবাই এটিকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করি।"