নিজস্ব সংবাদদাতা: কয়েকমাস আগেই ভয়াবহ করমণ্ডল দুর্ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। তারপর থেকে একের পর এক ছোটোখাটো রেল দুর্ঘটনা সামনে এসেছে। এবার ফের একবার আরও এক এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। লাইনচ্যুত হয়েছে নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস।
এখনও পর্যন্ত মৃত্যুর খবর না পাওয়া গেলেও উদ্ধারকাজ চলছে। তবে একের পর এক দুর্ঘটনার ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে মোদী সরকারের রেল পরিষেবার ওপর। একের পর এক দ্রুতগামী ট্রেন উদ্বোধন করছে মোদী সরকার। তবে লাইন কি দ্রুতগামী ট্রেনের জন্য প্রস্তুত? রেল যাত্রা কি আর সুরক্ষিত রয়েছে? উঠছে প্রশ্ন।