এক্সিট পোল না, কংগ্রেস ভরসা রাখছে মানুষের ওপর, বদলাবে মহারাষ্ট্রের রাজনীতি

শনিবারের ফলাফলের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রত্যেকেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
yfhjkl;

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র নির্বাচন শেষে এখন নজর শুধু এক্সিট পোলের দিকে। কোনও দল বলছে এক্সিট পোলের গণনায় মিলে যাবে এবার। কেউ আবার বলছে এক্সিট পোল মিথ্যে প্রমাণিত হবে। তবে শনিবারের ফলাফলের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রত্যেকেই।

elections1.jpg

সেই এক্সিট পোল সম্পর্কে, নাগপুর উত্তরের কংগ্রেস প্রার্থী, ডঃ নীতিন রাউত এদিন বলেন, “অনেক সময় এক্সিট পোলে কেউ যদি আসলেই কংগ্রেসকে ভোট দিয়ে থাকে, তারা মনে করে যে কেন তারা প্রকাশ করবে যে তারা কংগ্রেসকে ভোট দিয়েছে। তাই, এক্সিট পোল, তারা বলেছে যে তারা বিজেপিকে ভোট দিয়েছে। আমার কাছে আসা মতামত অনুযায়ী, মহা বিকাশ আঘাদি ভোটের ফলাফলে নেতৃত্ব দেবে। কিন্তু মহাযুতিও জাল ভোট দেওয়ার সুবিধা দিয়েছে। তারা সব কৌশল অবলম্বন করেছে। স্বরাষ্ট্র দফতর, বিদ্যুত বোর্ড, লাইট নিভিয়েছে। এই সব কারচুপির সরকার অন্য দলগুলোকে ভেঙে দিয়ে তৈরি করা হয়েছে। তাদের কোনো মৌলিকত্ব নেই, তাই এক্সিট পোল যে কোনো কিছু দেখাতে পারে”।

maharashtra congress