নিজস্ব সংবাদদাতা: ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের হিসেব ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ এনে দিয়েছে গেরুয়া শিবিরে। কেননা একাধিক রাজ্যে কার্যত ফলাফল চাপ বাড়াচ্ছে বিজেপির। কেননা কংগ্রেসের পাল্লা ভারী দেখাচ্ছে এক্সিট পোল। এর মধ্যে চমক ধরিয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন। সেখানে এক্সিট পোল দাবি করছে মধ্যপ্রদেশে এবার সরকার গড়বে কংগ্রেস। আর সেই এক্সিট পোলের দাবিকেই নস্যাৎ করে দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
এদিন তিনি বলেন, “আমি বলে আসছি যে আমরা প্রায় ১৫০টি আসনে জিতব। প্রধানমন্ত্রী মোদি এমন কাজ করেছেন যেখানে গরিব মানুষ উপকৃত হয়েছে। শিবরাজ সিং চৌহানের সাথে সাথে ক্ষমতায় এসে তিনি গরিবদের জন্য উপকারী স্কিম চালু করেছেন। আমরা ১৫০টিরও বেশি আসন জিতব। কমলনাথ কীভাবে শাসন করেছিলেন তা সবাই জানে। তাদের দৃষ্টিভঙ্গি মিথ্যায় ভরা। এমনকি দিগ্বিজয় সিং নিজেই বলেছেন তিনি যেখানেই যান, সেখানেই কংগ্রেস হেরে যায়। তাহলে মধ্যপ্রদেশে কি করে জিতবে?”