নিজস্ব সংবাদদাতা : ভারত প্রস্তুত জি-২০ সম্মেলনের জন্য। ইতিমধ্যেই সেজে উঠেছে স্টলগুলোও। শনিবার সম্মেলন শুরুর আগে দিল্লির প্রগতি ময়দানে জি-২০ শীর্ষ সম্মেলনের ভেন্যু ভারত মন্ডপমের প্রদর্শনী কেন্দ্রে পৌঁছেছেন জি-২০ প্রধান সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা। প্রদর্শনী কেন্দ্রটি ঘুরে দেখেন তিনি। হস্তশিল্পের নানান সামগ্রীতে সাজিয়ে তোলা হয়েছে প্রদর্শনী কেন্দ্রটি। এ বিষয়ে ভারতের জি ২০ প্রেসিডেন্সির চিফ কো-অর্ডিনেটর হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, "আমি সকাল থেকে এখানে আছি। যখন আমরা ভারতের প্রতিনিধিত্ব করি, তখন আমাদের হস্তশিল্পের বিশেষত্ব এখানে প্রদর্শিত হয়। বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন থেকে অন্তত ৩০টি পণ্য রয়েছে। এখানে একটি আরবিআই ইনোভেশন হাব রয়েছে যেখানে আরবিআই-এর ডিজিটাল মুদ্রার একটি প্রদর্শনী রয়েছে। এটি জনপ্রিয় হতে চলেছে এবং সমস্ত স্টলের সমস্ত পণ্য বিক্রি করা হবে।"