নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের প্রাক্তন কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবার বিজেপিকে কড়া ভাবে নিশানা করেছেন।
তিনি ধামাকা দিয়ে বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানেই গিয়েছিলেন বা রোড শো করেছেন, সেখানে ভোটের হার খুবই কম। গ্রামীণ এলাকার মানুষ ভারত জোটের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচুর সংখ্যায় বেরিয়ে এসেছিলেন। বিজেপি গ্রামীণ এলাকায় ফোকাস করে না। তাদের একমাত্র ফোকাস শহরাঞ্চলে"।