নিজস্ব সংবাদদাতা: কেরালার বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা ভিডি সথিসান কেরালা সরকারের ব্যর্থতা নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, কেরালায় থমকে গেছে সব উন্নয়ন কর্মকাণ্ড। তিনি বলেছেন, "কেরালা একটি বিশাল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা রাজ্য কখনও দেখেনি। সরকার বেতন-পেনশন দিতে পারছে না। স্থবির হয়ে পড়ে সকল জনকল্যাণমূলক কার্যক্রম। থমকে গেছে সব উন্নয়ন কর্মকাণ্ড। তাই তারল্য সংকট রয়েছে। কিন্তু একই সঙ্গে সরকারের খরচও হচ্ছে অত্যধিক। তারা সঠিকভাবে কর আদায় করছে না"।