নিজস্ব সংবাদদাতা: কাবেরী নদীর জল ছাড়া নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে চলছে বিক্ষোভ। এবার তামিলনাড়ুর ন্যাশনাল সাউথ ইন্ডিয়ান রিভার ইন্টারলিংকিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা কাভেরী নদীর জলের সমস্যা নিয়ে রেলপথে বিক্ষোভ করছেন।
/anm-bengali/media/post_attachments/64a3fbe6-3ba.png)
ত্রিচিতে চলছে এই বিক্ষোভ। তারা তামিলনাড়ুর জন্য কাবেরির জল ছাড়ার দাবি জানাচ্ছে। রেল লাইনে বসে পড়ে চলছে বিক্ষোভ। দেখুন ভিডিও-
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)