পুরো ৫ বছর প্রত্যেক ভারতবাসী বিনামূল্যে পাবে, বড় ঘোষণা করে দিলেন মোদী

রেশন নিয়ে ফের বক্তব্য রাখলেন মোদী। 

author-image
Aniket
New Update
vc

File POicture

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশে নির্বাচনের ডঙ্কা বাজচ্ছে। বর্তমানে মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের সিধিতে জনসভা করছেন তিনি। এবার সেখান থেকে বিনামূল্যে রেশন পরিকল্পনা ৫ বছরের জন্য বাড়িয়ে দেওয়ার বিষয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "যদিও দরিদ্রদের বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প ডিসেম্বর মাসে শেষ হবে, কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপি সরকার আগামী ৫ বছরের জন্য দেশের দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পটি বাড়িয়ে দেবে"। তিনি আরও বলেছেন, "আপনার সেবক মোদী, প্রায় ১০ বছর ধরে যে সরকার চালিয়েছি তাতে সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করেছি। এই ১০ বছরে, কেলেঙ্কারি বন্ধ হয়েছে, দরিদ্র ও মধ্যবিত্তরা অর্থ সঞ্চয় করেছে এবং তারা আরও সুযোগ-সুবিধা পেয়েছে। বিজেপি সরকারের আমলে লক্ষ কোটি টাকার দুর্নীতি বন্ধ হয়েছে"। উল্লেখ্য, বিনামূল্যে রেশন প্রকল্প বৃদ্ধির বিষয় ফের একবার ঘোষণা করায় অনেকেই মনে করছেন, মোদী ভোট ব্যাংকের জন্য বিনামূল্যে রেশন প্রকল্পকে হাতিয়ার করছেন"। 

 

h  o  oo ono 0 o oo o o o o o o oo o o o oo o o o oo o o oo ko kop kpok k pck pokpock cc c  c c c