নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, "তারা হয়তো তৃতীয়বার শপথ নিয়েছেন কিন্তু এবার বিরোধী দলও খুব শক্তিশালী। বিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার বিহার একটি নির্ধারক ভূমিকায় রয়েছে। নীতীশ কুমার এবং অন্যদের বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করা উচিত। এই বর্ণ ভিত্তিক আদমশুমারি সারা দেশে করা উচিত। এইবার প্রধানমন্ত্রী মোদী এখানে-সেখানে কথা বলে সরে যেতে পারবেন না কারণ বিরোধীরা খুব শক্তিশালী ভূমিকায় রয়েছে।"