৩৭০ ধারা বাতিলের পরেও সন্ত্রাস এখনও রয়েছে, বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী
ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেন, জম্মু ও কাশ্মীরে এখনও সন্ত্রাস রয়েছে। যাঁরা বলেছিলেন, ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে, তাঁরা এখন নীরব।
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে হত্যার প্রসঙ্গে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেন, "সন্ত্রাস এখনও জম্মু ও কাশ্মীরে আছে। যারা বলত যে ৩৭০ ধারা বাতিল হলে সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে, তারা এখন সম্পূর্ণ নীরব।"
VIDEO | "Terrorism is still there (in Jammu and Kashmir). Those who used to say that terrorism will end once Article 370 is abrogated are completely silent now," says National Conference leader Farooq Abdullah in response to a media query on killing of retired J-K police officer… pic.twitter.com/CK2eVzvlD7