বড় পদক্ষেপ মোদি সরকারের! 'দাম কমার' সুখবর

এবার বড় স্টেপ নিতে চলেছে মোদি সরকার। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমে যেতে পারে। এর ফলে স্বস্তি পাবে সাধারণ মানুষ। কোন কোন ক্ষেত্রে কমবে দাম?

author-image
Anusmita Bhattacharya
New Update
modi job.jpg

নিজস্ব সংবাদদাতা: বাজারে গেলেই পকেটে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত মানুষের। শাক-সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এহেন পরিস্থিতিতে 'দাম কমার' সুখবর দিলো এবার মোদি সরকার। অর্থমন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষে ধাতু বাদে অন্যান্য ভোগ্যপণ্যের দাম কিছুটা কমতে পারে। তবে মন্ত্রকের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে, দাম কিছুটা কমলেও বাজারদর করোনা পূর্ববর্তী অবস্থায় আসার সম্ভাবনা নেই। ২০২২ সালের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের মূল্য নিম্নগামী। চলতি বছর তা কমার সম্ভাবনা রয়েছে। 

এবছর কৃষিপণ্য রপ্তাানির জন্য খ্যাত দেশগুলিতে ভাল ফলন এবং তেলের দাম কমে যাওয়ায় সূচক নিম্নগামী। জোগানের সমস্যা অনেকটা মিটে যাওয়া এবং উত্‍পাদন খরচ কমে যাওয়ার ফলে ২০২৩ সালে সারের দাম অন্তত ৩৭ শতাংশ হ্রাস পেতে পারে। এর পাশাপাশি আবার খুচরো বাজারে মুদ্রাস্ফীতির দাম ৭.৮ (এপ্রিল, ২০২২) থেকে কমে হয়েছে ৪.৭ শতাংশ (এপ্রিল, ২০২৩)।