আইনি স্বীকৃতি মিলল না, সমকামীদের রক্ষা এবার কে করবে?

সমলিঙ্গের বিয়েকে সাংবিধানিক স্বীকৃতি দিল না আদালত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supreme court

File Picture

নিজস্ব সংবাদদাতা: না, স্বপ্নের উড়ান শুরু হলেও তা মাঝপথেই থামল। সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দিল না সুপ্রিম কোর্ট। বহু পক্ষ বিপক্ষের পর বিচারপতিদের মধ্যে ২ জন পক্ষে গেলেও ৩ জন গেলেন বিপক্ষে। ফলে সমলিঙ্গের বিয়েকে সাংবিধানিক স্বীকৃতি দিল না আদালত।

এই রায়ের পরই মামলার আইনজীবী করুণা নন্দি খানিকটা ক্ষোভ প্রকাশই করলেন। তিনি এদিন বলেন, “আজ সুযোগ ছিল কিন্তু কিছু হল না। আমি বিশ্বাস করি যে কেন্দ্রীয় সরকার বিবাহের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে। আমরা আশা করি যে তাদের কমিটি নিশ্চিত করবে নাগরিক ইউনিয়নগুলির স্বীকৃতির বিষয়টি। আমি এটাও বলব যে কংগ্রেস এবং রাজ্যের ক্ষমতায় থাকা অন্যান্য সরকারদের চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অংশীদারের অধিকারের স্বীকৃতি আইনে আনার অনেক সুযোগ রয়েছে। কারণ তারা স্বাস্থ্যের বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তারা কর্মসংস্থান অ-বৈষম্যের দিকে তাকাতে পারে, অনেক কিছু করা যেতে পারে। যদি আমরা এমন কিছু শুনি যা সর্বসম্মত ছিল তা হল যে সমকামীদের অধিকার আছে। সমকামীদের অধিকার অবশ্যই রক্ষা করা উচিত এবং রাজ্য সরকার তাদের রক্ষা করতে পারে”।

hiren