৪৫০ থেকে ২২৫! দূষণের মেডিসিন বৃষ্টি!

বৃষ্টিতে বদলাচ্ছে দিল্লির দূষণ পরিস্থিতি।

author-image
Pallabi Sanyal
New Update
ffff

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা  : বদলাচ্ছে বাতাসের একিউআইয়ের মান। ছিল ৪৫০। তা এক ধাক্কায় নেমে এল ২২৫-এ! এমনই তথ্য দিলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। কীভাবে ঘটলো বদল? বৃষ্টির পর থেকেই দূষণ পরিস্থিতির বদল ঘটছে। তবে কি বৃষ্টিই দূষণ মোকাবিলায় এক মাত্র অস্ত্র? বৃষ্টির প্রভাব কতক্ষণ কার্যকরী থাকবে সেটা বলা মুশকিলের হলেও বৃষ্টিতে ইতিবাচক ফল মিলছে।