অবিরাম বৃষ্টি! বন্যা! না বেরনোর পরামর্শ

ডুবন্ত অবস্থা নাগপুরের। বিপদে মানুষ। জলের তলায় ঘর-বাড়ি-গাড়ি। পরিস্থিতি নিয়ে কী বলছেন বিজেপি প্রধান? দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
asssa

নিজস্ব সংবাদদাতা : টানা বৃষ্টিতে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে নাগপুরে। ঘরের ভেতরেও হাঁটু সমান জল। বাড়ি-গাড়ি, সবই জলের তলায়। এক কথায় বিপর্যস্ত জনজীবন। এহেন পরিস্থিতিতে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন  মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে। তিনি বলেছেন,"৩ ঘণ্টায় ১১০ মিমি বৃষ্টি হয়েছে, যা খুব বেশি। আম্বাঝারি বাঁধ উপচে পড়েছে। বেশ কিছু এলাকায় অবিরাম বৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। যেখানেই সতর্কতা রয়েছে সেখানে উদ্ধারকারী দল পাঠাচ্ছি আমরা। দেবেন্দ্র ফড়নবীশ পরিস্থিতির ওপর নজর রাখছেন। সন্ধ্যা পর্যন্ত সতর্কতা রয়েছে। মানুষের আজ বাড়ি থেকে বের হওয়া উচিত নয়।"