নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও-এ জঙ্গি হামলার জের এখনও কেটে ওঠেনি পুরোপুরি। কিন্তু তার আগেই আজ ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো কাশ্মীর। আজ জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার, টাংমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ফের একবার ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় নিরাপত্তা বাহিনী,তল্লাশি অভিযান চালানোর সময়, সন্ত্রাসীরা হঠাৎ করেই গুলি চালালে এই সংঘর্ষ শুরু হয়।
/anm-bengali/media/media_files/2025/04/23/sCfA8tS5cnNI10caacm6.jpg)
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির সম্পূর্ণ আপডেটের জন্য এখনও অপেক্ষা করছে প্রশাসন। এর আগেও বারামুল্লা এলাকায় দুই সন্ত্রাসীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।