জঙ্গি vs নিরাপত্তা বাহিনী, ফের শুরু গুলির যুদ্ধ! দেখুন ভিডিও

ডোডার গান্দোহ এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
।,ন

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজ জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়।

পুলিশের এক মুখপাত্র বলেন, 'গান্দোহ পুলিশ স্টেশনের সিনু এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।" 

,নন

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় ডোডার ছত্তেরগালা এলাকায় জঙ্গি হামলায় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন।

Adddd