নিজস্ব সংবাদদাতা: আজ পহেলগাঁওয়ে বড়সড় একটি জঙ্গি হামলা হয়েছে। এখন পর্যন্ত একের পর এক পর্যটকের আহত হওয়ার খবর এসেছে। এবার এল বড় আপডেট। "এমারজেন্সি কন্ট্রোল রুম নাম্বার - শ্রীনগর: ০১৯৪-২৪৫৭৫৪৩, ০১৯৪-২৪৮৩৬৫১ আদিল ফরিদ, এডিসি শ্রীনগর - ৭০০৬০৫৮৬২৩। পহেলগাম সন্ত্রাসী ঘটনার সহায়তার জন্য হেল্পলাইন," জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের তথ্য ও জনসংযোগ বিভাগ জানিয়েছে।
/anm-bengali/media/post_attachments/thumb/width-1200,height-900,imgsize-102342,resizemode-75,msid-120516294/news/india/several-tourists-injured-in-terror-attack-in-j-ks-pahalgam-155244.jpg)