বিদেশে বাড়ছে খাদি কাপড়ের চাহিদা !

একসময় যে খাদি কাপড় উপেক্ষিত হয়েছিল ভারতে সেই কাপড়ের চাহিদা বাড়ছে বিদেশে। জাতীয় তাঁত দিবসে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খাদি কাপড়ের উৎপাদন কতটা বেড়েছে তাও জানান।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
111

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতার পরবর্তী সময়েও খাদি শিল্প বা খাদি পোশাকের তেমন গুরুত্ব বা কদর ছিল না। তবে, গত ৯ বছরে খাদির উৎপাদন ৩ গুণ বেড়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় তাঁত দিবসে তিনি দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বলেন, ''বিদেশে খাদি কাপড়ের চাহিদা বাড়ছে।''