নিজস্ব সংবাদদাতাঃ শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পোস্ট দেখা,করা ও অন্যের অ্যাকাউন্ট অনুসরণ করতে অসুবিধা হচ্ছিল বিশ্বজুড়ে থাকা হাজার হাজার টুইটার ব্যবহারকারীর। একাধিক টুইটার ব্যবহারকারী এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ জানাতে থাকেন।
শনিবার রাতে টুইটারে পোস্ট দেখার ক্ষেত্রে নয়া ফরমান জারি করলেন মালিক ইলন মাস্ক। জানালেন, অতিরিক্ত পরিমাণ ডেটা স্ক্র্যাপিং ও সিস্টেম ম্যানিপুলেশন ঠিক করতে আমরা সাময়িকভাবে কিছু সীমাবদ্ধতা জারি মেনে চলব। ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতিদিন ৬ হাজার পোস্ট পড়া যাবে। পুরনো আনভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে ৬০০টি পোস্ট ও নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারকারী প্রতিদিন ৩০০টি পোস্ট পড়তে পারবেন।