পুলিশি অভিযানে উদ্ধার কোটি কোটি টাকাসহ লেকট্রনিক গ্যাজেট, কি জানালেন আইজি ?

পুলিশ তদন্ত চালাচ্ছে।

author-image
Adrita
New Update
ষ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সন্তোষ কুমার সিং আইজি, বলেছেন, "  অভিযানের সময় অনলাইন গেমিংয়ের অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, বেশ কিছু বিদেশী মুদ্রা জব্দ করা হয়েছে। এর পাশাপাশি ১৪ কোটি ৬০ লাখ টাকাও জব্দ করা হয়েছে। '' 

'' এছাড়াও বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল ফোন, ল্যাপটপ ও আই ​​প্যাড উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। '' 

Add 1