দূষণ কমাতে বৈদ্যুতিক বাসের প্রচলনকে বাড়ানো হচ্ছে

বৈদ্যুতিক বাস দেশের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে।

author-image
Adrita
New Update
oi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দেশ জুড়ে দূষণের মাত্রা বেড়েছে ক্রমশ। তাই ইলেকট্রিক পরিবহন ব্যবস্থার প্রচলন করতে চলেছে কর্ণাটক সরকার।

hiren

এই বিষয়ে কর্ণাটকের পরিবহণ মন্ত্রী এবং কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, " আজ মুখ্যমন্ত্রী ১০০টি বৈদ্যুতিক বাসকে ফ্ল্যাগ অফ করবেন এবং মার্চের আগে, আরও ৮২১টি বাস যোগ করা হবে। তার মানে ৯২১টি বৈদ্যুতিক নতুন বাস নামানো হবে। বর্তমানে ৩৯০টি বাস চলছে। আমাদের মোট ১,৬৪১টি বাস থাকবে। বেঙ্গালুরুতে বৈদ্যুতিক বাসের ব্যবহার দূষণ কমাবে। "

hiring.jpg