NCP Crisis: নির্বাচন কমিশনের দ্বারস্থ দুই 'পাওয়ার' গোষ্ঠী

এনসিপি কার দখলে যাবে? কাকা শরদ পাওয়ারের নাকি ভাইপো অজিত পাওয়ারের কাছে যাবে দলের প্রতীক ও নাম?

author-image
SWETA MITRA
New Update
shard ajit.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে রীতিমতো এনসিপি (NCP) বনাম এনসিপি-র ক্ষমতার লড়াই শুরু হয়েছে। শরদ পাওয়ার (Sharad Pawar) গোষ্ঠী বলছে তাঁদের কাছে বেশি মানুষের সমর্থন রয়েছে, অন্যদিকে অজিত পাওয়ারের (Ajit Pawar) গোষ্ঠীর দাবি যে তাঁদের কাছে বেশি মানুষের সমর্থন রয়েছে। কার্যত কাকা-ভাইপোর ক্ষমতার লড়াই শুরু হয়েছে মহারাষ্ট্রজুড়ে। এরই মাঝে নতুন তথ্য প্রকাশ্যে উঠে এল। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশন অজিত পাওয়ারের কাছ থেকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং দলের প্রতীক দাবি করার জন্য একটি পিটিশন পেয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন জয়ন্ত পাতিলের কাছ থেকে সতর্ক বার্তা পেয়েছে যে তারা ৯ জন বিধায়কের বিরুদ্ধে অযোগ্যতার প্রক্রিয়া শুরু করেছে।