নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ঔরঙ্গজেবকে নিয়ে করা একটি মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমিকে তীব্র আক্রমণ করলেন, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন, ''আমরা ওর বক্তব্যের তীব্র নিন্দা করছি । মহারাষ্ট্রের জনগণ ওকে ক্ষমা করবে না এবং এর মূল্য ওকে চোকাতেই হবে।''
/anm-bengali/media/media_files/l3vVd8X6k42uKizWCdx5.jpg)
এছাড়াও তিনি বলেন, ''আমরা বিধানসভা থেকে ওকে সাসপেন্ড করার দাবি জানিয়েছি। ও খুব শীঘ্রই বরখাস্ত হবে।"