নিজস্ব সংবাদদাতা: একনাথ শিন্ডে সব মিটিং বাতিল করলেন। ডাক্তার আবার একনাথ শিন্ডেকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। শিন্ডে আজ রাতে দিল্লি যাবেন না। অজিত পাওয়ার অবশ্য আজ রাতেই দিল্লি যাবেন এইচএম অমিত শাহের সঙ্গে দেখা করতে।
জানা গেছে যে একনাথ শিন্ডে তার দলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পোর্টফোলিওর দাবিতে অনড়।