এই দেশের যেকোনও জাগায় যেতে পারেন নাগরিকরা! কর্ণাটকে মারাঠি নাগরিকদের গ্রেফতার নিয়ে উঠছে আওয়াজ

কর্ণাটকে মারাঠিদের গ্রেফতার প্রসঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, এই দেশের যেকোনও জাগায় যেতে পারেন নাগরিকরা।

author-image
Tamalika Chakraborty
New Update
vfbgnh

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "কর্নাটকে মারাঠি-ভাষী  সদস্যরা একটি সম্মেলনের আয়োজন করেছিলেন। এই দেশের যে কোনও নাগরিক যে কোনও জায়গায় থাকতে পারেন। যে কোনও জায়গায় যেতে পারে এবং একটি সম্মেলন আয়োজন করতে পারে। কিন্তু কর্ণাটক সরকার নিপীড়নের একটি চক্র চালু করেছে। বিধায়ককে গ্রেপ্তার করেছে।  মারাঠি একিকরণ সমিতির ১০০ জনের বেশি সদস্য যাঁরা এই সম্মেলনের আয়োজন করেছিলেন, তাঁদের গ্রেফতার করেছে।  আমি এর নিন্দা জানাই। সাভারকার, যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁর মূর্তি সরানোর চেষ্টা করছে কর্ণাটক সরকার।  আমাদের অবস্থান স্পষ্ট। মহারাষ্ট্র এবং কর্ণাটকের জনগণ কর্ণাটক সরকারকে একটি পাঠ শেখাবে। তাঁরা দমনের বিরুদ্ধে আওয়াজ তুলবে।"

 

eknath shinde df.jpg