নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও), বাহরাইচ, অজিত প্রতাপ সিং বলেছেন, "আমরা থার্মাল ড্রোন ব্যবহার করছি, যদি সেখানে কিছু দেখা যায় তবে তা ধরার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকালে তল্লাশি করেছি। কিন্তু কিছুই খুঁজে পাইনি।"
প্রসঙ্গত, মার্চ মাস থেকে উত্তরপ্রদেশের বাহরাইচের মাহসি তহসিলে নেকড়েদের আক্রমণের খবর পাওয়া গেছে। বর্ষাকালে এই ধরনের ঘটনা বেড়ে যায়। জুলাই থেকে,এই হামলায় সাত শিশুসহ আটজন মারা গেছে। প্রায় তিন ডজন লোক আহত হয়েছে। যাদের মধ্যে ২০ জন গুরুতর আহত হয়েছে।