স্বাভাবিকের পথে পরিষেবা! জানালো AIIMS

সকালে দিল্লি এইমস-এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে স্বাভাবিকের পথে পরিস্থিতি। বিবৃতি জারি করে জানালো দিল্লি এইমস। রোগীরাও নিরাপদে। হতাহতের খবর নেই।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
11

নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরুতেই ব্যস্ত সকালে দিল্লি এইমসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিল রোগী থেকে রোগীর পরিজনরা। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। বিকেলে বিবৃতি জারি করে এইমসের তরফে জানানো হয়েছে যে কোনো হতাহতের খবর নেই। শীঘ্রই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। এদিন সকাল ১১টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে আসে। আগুন লাগে দোতলায়,গ্যাস্টো-এন্টারোলজি বিভাগের অধীনে এন্ডোস্কোপি ইউনিটে। তারপরই খবর দেওয়া হয় দমকলে। গল গল করে বেরতো থাকে ধোয়া। বিদ্যুৎ দফতরের সঙ্গেও যোগাযোগ রাখা হয় পার্শ্ববর্তী এলাকার বিদ্যুৎ সংযোগের বিষয়ে। জরুরী পরিষেবা প্রদান করা হয়। রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে ৩১ জন রোগীকে স্থানান্তর করা হয়েছে। এরা এবি-২ ওয়ার্ডের রোগী ছিলেন। এছাড়াও এবি-৭ ওয়ার্ডের ৭০ জন রোগীকেও স্থানান্তর করা হয়।