নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আজ পরিণত হচ্ছে নিম্নচাপে (Depression)। এরপর তা পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha), এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Forecast)। এর তাণ্ডব ইতিমধ্যে শুরু হয়ে গেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman And Nicobar Islands)। সমুদ্রে বিশাল ঢেউ উঠতে শুরু করেছে। তা দেখে সুনামির (Tsunami) আশঙ্কা এড়ানো যাচ্ছে না। শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎসহ ঝড় এবং বৃষ্টি। কলকাতা থেকে ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি।