নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ডানার প্রভাব ওড়িশা ও বাংলায় পড়ার সম্ভাবনা রয়েছে। ক্রমশই এগিয়ে আসছে তা ল্যান্ডফলের দিকে। ওড়িশায় বৃহস্পতিবার রাতে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ডানা। এই পরিস্থিতিতে এবার প্রায় টানা ১৭ ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভুবনেশ্বর বিমানবন্দর। এই বিষয়ে জানিয়ে রাতেই বার্তা দিয়েছেন ভুবনেশ্বরের বিমানবন্দর পরিচালক প্রসন্ন প্রধান।
তিনি বলেছেন, "এমইটি পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় ডানা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসছে এবং এর কারণে ভুবনেশ্বরও শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে প্রভাবিত হবে। আমরা সর্বসম্মতিক্রমে ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর সকাল ৯ টা পর্যন্ত ১৭ ঘন্টার জন্য (ফ্লাইট) অপারেশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। প্রায় ৪৫ টি ফ্লাইট বাতিল, প্রভাবিত বা বিলম্বিত হবে।" এছাড়াও আগামীকাল সন্ধ্যা ৬ টা থেকে আগামীপরশু সকাল ৯ টা পর্যন্ত বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দরও। এই ঘোষণাও করে দেওয়া হয়েছে। ফলে এই দুই দিন যাদের বিমানের টিকিট রয়েছে সংশ্লিষ্ট বিমানবন্দরে তাদের এই সংবাদটি জেনে রাখার দরকার রয়েছে। নাহলে ঝড়ের মধ্যে বিমানবন্দরে গেলে বিপদের মুখে পড়তে হতে পারে।