নিজস্ব সংবাদদাতা: দিল্লির মন্ত্রী এবং আপ নেতা গোপাল রাই এদিন বলেন, “মণীশ সিসোদিয়াকে যেভাবে ১৭ মাস জেলে রাখা হয়েছিল তা প্রমাণ করে যে বিজেপি সরকার এই দেশের শিক্ষাগত পরিবর্তনের আশাকে চূর্ণ করতে চায়। আমরা সবাই সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। আজ অবধি সিবিআই এবং ইডি এমন একটি সংস্থার জন্য ১৭ মাস জেলে রেখেছিল মন্ত্রীকে যে তাঁর বিরুদ্ধে একটিও প্রমাণ মেলেনি”।
#WATCH | Delhi Minister and AAP leader Gopal Rai says, "The way Manish Sisodia was kept in jail for 17 months is proof that the BJP government wants to crush the hope of educational change in this country... We all thank the Supreme Court. Not a single evidence has been found… pic.twitter.com/DZONeeQsSv