নিজস্ব সংবাদদাতা: বর্তমান সময়ে মুদ্রাস্ফীতির (Inflation) আবহে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম (Price Hike)। সাধারণ মানুষের সুবিধার্থে সরকার (Central Govt) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। সর্ষের তেলের (Mustard Oil) পাশাপাশি দেশে অনেকটাই কমল বিভিন্ন ভোজ্য তেলের (Edible Oil) দাম। একটা সময়ে সর্ষের তেলের দাম পৌঁছে গিয়েছিল প্রতি লিটারে ২০০ টাকার কাছাকাছি। সর্ষের তেল প্রতি কেজিতে প্রায় ৫০ থেকে ৫৫ টাকা সস্তা (Price Drop)। প্রতি কুইন্টালে দাম কমেছে ৫৫০ থেকে ৬০০ টাকা।