নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড হাইকোর্ট জমি কেলেঙ্কারির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জামিন দেওয়ার বিষয়ে, রাজ্য কংগ্রেসের প্রধান রাজেশ ঠাকুর এদিন বলেন, “এই সিদ্ধান্ত এবং ইডির অনুশীলন স্পষ্ট করে যে ইডি ক্রীতদাস হিসাবে কাজ করছিল৷ ক্রমাগত মিথ্যা তথ্য নিয়ে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিল তারা। আদালত বুঝতে পেরেছে যে তারা এই ভাবে বারেবারে জামিন বাতিল করছে। তাই আজ তাঁদের দাবি গ্রাহ্য হল না। রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায় যাত্রা ঝাড়খণ্ডে প্রবেশের একদিন আগে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল। এটি ছিল অবিচারের উচ্চতম পর্যায়। তাই আমরা হাইকোর্টের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি”।