নিজস্ব সংবাদদাতা: অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চাইছে ইডি। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ইডি মামলা স্থানান্তরের আবেদন করার পরেই জল্পনা তৈরি হল এই নিয়ে। এমনটা হলে অনুব্রত মণ্ডল, তাঁর কন্যা সুকন্যা মণ্ডল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেই হবে বলে মনে করছে আইনজীবীদের একাংশ।
শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলা স্থানান্তরের আবেদন করল ইডি। তাদের আবেদন এটাই যে মামলাটি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্থানান্তরিত করা হোক। সেখানেই চলবে তারপর এই মামলার বিচারপ্রক্রিয়া। ইডির এই আবেদনে সাড়া দিয়ে বিচারক রাজেশ চক্রবর্তী ১৯ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করলেন। এদিকে অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ আপত্তি জানাবেন বলে জানান।