নিজস্ব সংবাদদাতা : কয়লা পাচার মামলা নিয়ে আরো তৎপর ইডি। ১০ বার বিভিন্ন কারণে হাজিরা এড়ানোর পরেও ফের তলব করা হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। গতবার তাকে তলব করা হলে পঞ্চায়েত নির্বাচনের ব্যস্ততার কারণ দেখিয়েছিলেন তিনি। এবার তাকে ২৬ জুলাই দিল্লির দফতরে তলব করলো ইডি। তবে মলয় ছাড়াও কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকেও তলব করা হয়েছে। তাকে তলব করা হয়েছে ২৯ জুন। এখন প্রশ্ন উঠছে, ২৬ জুলাইয়ের আগে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মিটে যাবে। ফল ঘোষণাও হয়ে যাবে। মন্ত্রীমশাই কি তবে হাজিরা দেবেন? নাকি আবারো কোনো ব্যস্ততার কারণ দেখিয়ে এবারেও দিল্লিমুখো হবেন না! যদিও সেই উত্তর সময় দেবে।