নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরে সমাজবাদী পার্টির জেলবন্দি বিধায়ক ইরফান সোলাঙ্কির বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি। এছাড়া, ইডির দলটি ইরফানের ভাই রিজওয়ান সোলাঙ্কির বাড়িতেও পৌঁছে গিয়েছে। সূত্রে খবর, দুই ভাই জেলে রয়েছেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)