নিজস্ব সংবাদদাতা: বড় সাফল্য পেল ইডি। প্রায় ১.৬২ কোটি টাকার নগদ বাজেয়াপ্ত করল ইডি। ঘটনাটি ঘটেছে গুজরাটের দমন ও ভালসাদে। জানা গিয়েছে, যে নগদ টাকা উদ্ধার হয়েছে, তার মধ্যে বেশিরভাগই ২০০০ টাকার নোট। এছাড়াও ১০০টি'রও বেশি সম্পত্তির দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি, ফার্ম, কোম্পানি ও প্রতিষ্ঠান এবং নগদ লেনদেন সংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক নথি পাওয়া গিয়েছে।
সুরেশ জগুভাই প্যাটেল এবং তার সহযোগীদের নয়টি বাড়ি এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তি এবং নথির হদিশ মিলেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত বেআইনি নথি এবং সম্পত্তির উল্লেখ আছে, এমন ডিজিটাল প্রমাণও তারা হাতে পেয়েছে। এছাড়াও আরও ৩টি ব্যাঙ্কের হদিশ মিলেছে। সেখানে তল্লাশি চালাবে ইডির আধিকারিকরা।