সকাল সকাল আইএএস অফিসারের বাড়িতে ইডির হানা, দেখুন ভিডিও

বিজেপির রাজ্যসভার সাংসদ কিরোদি লাল মীনা এই বছরের জুন মাসে রাজস্থানে কেন্দ্রীয় সরকারের 'জল জীবন মিশন' বাস্তবায়নে ২০,০০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন।

author-image
Adrita
New Update
ff

নিজস্ব সংবাদদাতাঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শুক্রবার সকালেই কেন্দ্রের 'জল জীবন মিশন'-এর অর্থ পাচারের তদন্তের অংশ হিসাবে সমগ্র রাজস্থান জুড়ে ২৫টি স্থানে অনুসন্ধান চালায়। 

hire

সূত্র মারফত জানা গিয়েছে,অভিযান চালানো হচ্ছে জয়পুর এবং দৌসা সহ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সুবোধ আগরওয়ালের বাস ভবনে। আরও জানা গিয়েছে যে, কিছু প্রকৌশলী, ঠিকাদার এবং প্রাক্তন রাজ্য সরকারের আধিকারিক, যাদের এই মামলায় যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের বাস ভবনেও তল্লাশি চালানো হবে। 

'জল জীবন মিশন'-এর লক্ষ্য ছিল গৃহস্থালির কলের সংযোগের মাধ্যমে নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা। 

hiring.jpg