কয়েক ঘণ্টা পার, এখনও মন্ত্রীর বাড়িতে ED, শেষমেষ গ্রেফতার?

এই আবগারি দুর্নীতি মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলাতেই গ্রেপ্তার হওয়া দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গত সোমবার জামিন দেয়নি সুপ্রিম কোর্ট।

author-image
SWETA MITRA
New Update
ED ANAND.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দের বাড়িতে ইডি (ED)- অভিযান প্রসঙ্গে বড় দাবি করলেন আরও এক মন্ত্রী তথা আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj)। তিনি বলেন, "রাজ কুমার আনন্দের দোষ হল তিনি আম আদমি পার্টির বিধায়ক এবং দলের একজন মন্ত্রী। এমনকি ব্রিটিশ আমলেও কারো বাড়িতে তল্লাশি চালাতে হলে আদালতের কাছ থেকে সার্চ ওয়ারেন্টের প্রয়োজন হতো। এমনকি ব্রিটিশরাও বিশ্বাস করত যে আপনি যদি পুলিশ বা কোনও সংস্থাকে কারও বাড়িতে তল্লাশি করার অধিকার দেন তবে সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হবে। আদালত তল্লাশি পরোয়ানা দিয়েছিল, কিন্তু আজ ইডির কোনও আদালতের ওয়ারেন্টের প্রয়োজন নেই, ইডি অফিসাররা সিদ্ধান্ত নেন যে তারা কার বাড়িতে অভিযান চালাবেন। শুধু বিরোধী নেতাদের বাড়িতেই তল্লাশি চালানো হয়।