নিজস্ব সংবাদদাতাঃ ইডি, আয়কর এবং সিবিআই নিয়ে শুক্রবার অর্থাৎ আজ শিবসেনা (ইউবিটি) বিধায়ক আদিত্য ঠাকরে বলেছেন, "ইডি, আয়কর এবং সিবিআই এনডিএ-র অংশ। মহারাষ্ট্র বিধানসভার স্পিকারের রায়ে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে, তাই তারা (ইডি) ব্যবস্থা নিতে শুরু করেছে। সুরজ চৌহানকে গ্রেফতার করা হয়েছে, কিশোরী পেডনেকর এবং রাজন সালভির মতো নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে, তারা বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব পাচ্ছেন। কিন্তু এই লোকেরা সাহসী এবং তাদের লুকানোর কিছু নেই। যাদের লুকানোর জিনিস আছে তারা ওয়াশিং মেশিনে যান।"