৪০০ কোটি টাকা পাচার, হাজির ইডি! নজরে রাঘব বোয়াল

বিদেশে টাকা পাচারের তদন্ত সংক্রান্ত ১৭টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ জানা গিয়েছে, অমিত কাতিয়াল ও রাজেশ কাতিয়াল পরিচালিত রিয়েল এস্টেট ও লিকার ব্যবসার সঙ্গে জড়িত কৃষ্ণ বিল্ডটেক প্রাইভেট লিমিটেডের হরিয়ানার কৃষ গ্রুপের খোঁজ চালাচ্ছে ইডি। দিল্লি, গুরুগ্রাম, সোনিপত প্রভৃতি এলাকায় ৪০০ কোটি টাকা পাচার ও বিদেশে টাকা পাচারের তদন্ত সংক্রান্ত ১৭টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কাতিয়াল ২০০ কোটি টাকারও বেশি হোমবায়ার্স তহবিল শ্রীলঙ্কায় পাঠিয়েছেন এবং তার ছেলে কৃষাণ কাতিয়ালকে সেন্ট কিটস ও নেভিসের পাসপোর্ট সারেন্ডার করেছেন। এর আগে ল্যান্ড ফর জব মামলায় অমিত কাতিয়ালকেও গ্রেফতার করেছিল ইডি।

enforcement ed.jpg

Add 1

cityaddnew

স

স