ED : ফের ব্যাংক জালিয়াতি! এবার ৪২৯ কোটি টাকা

দেশে আরো একবার ব্যাংকের টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এবারেও কয়েক কোটি টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সক্রিয় ভূমিকায় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।

author-image
Pritam Santra
New Update
ED

নিজস্ব সংবাদদাতা:  দেশে আরো একবার ব্যাংকের টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এবারেও কয়েক কোটি টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সক্রিয় ভূমিকায় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। ইডির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ৪২৯ কোটি টাকার 'সেবা বিকাশ কোপ' (Seva Vikas Coop) ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অর্থ পাচারের তদন্তে পুনেতে ৪৭ টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অমর মুলচান্দানি, বিবেক আরানহা, সাগর সূর্যবংশী, পরিবারের সদস্য ও সংস্থার ১২২.৩৫ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।