ব্রেকিং: বড় অ্যাকশন ED-র, এবার ৫৩৮ কোটি টাকা...

বড় পদক্ষেপ নিল ইডি। চমকে গেল সবাই।

author-image
SWETA MITRA
New Update
EDDD.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বড় অ্যাকশন নিল ইডি (ED)। জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) লিমিটেডের (জেআইএল) বিরুদ্ধে মানি লন্ডারিং তদন্তে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) ২০০২ এর বিধানের অধীনে ৫৩৮.০৫ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে। ইডি জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে জেটএয়ার প্রাইভেট লিমিটেড, জেট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নরেশ গোয়েল, তাঁর স্ত্রী অনিতা গোয়েল এবং ছেলে নিভান গোয়েলের নামে লন্ডন, দুবাই এবং ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত ১৭টি আবাসিক ফ্ল্যাট/ বাংলো এবং বাণিজ্যিক জায়গা।