এক পয়সাও খুঁজে পায়নি ইডি! সুর চড়ালেন আপ সাংসদ

আবগারি দুর্নীতি! গ্রেফতার সাংসদ। সুর চড়ালেন আরেক সাংসদ।

author-image
Pallabi Sanyal
New Update
eddd fraud.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং। ঘটনাকে কেন্দ্র করে এখন তোলপাড় রাজনৈতিক মহল। কেন্দ্রের মোদী সরকারকে একহাত নিলেন আপের আরেক সাংসদ রাঘ চাড্ডা। তিনি বলেন, "প্রায় ১৫ মাস ধরে, বিজেপি আমাদের (আপ কর্মীদের) একটি আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত করছে। গত ১৫ মাসে,  ইডি এবং সিবিআই ১০০০ টি জায়গায় অভিযান চালিয়েছে। কিছু লোককে গ্রেপ্তার করার পর তদন্তের অজুহাতে ১০০০ জায়গায় অভিযান চালিয়ে, এজেন্সি একটি পয়সাও খুঁজে পায়নি।  আসন্ন নির্বাচনে হারতে চলেছে বিজেপি। তাই হতাশ তারা ভয়ে এটি করছে যার কারণে আজ আমাদের দলের সদস্য সঞ্জয় সিংয়ের বাড়িতে ইডি দ্বারা অভিযান চালানো হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ইডি একটি পয়সাও খুঁজে পায়নি। তারা কোনও প্রমাণ খুঁজে পায়নি কারণ কেলেঙ্কারির ঘটনা যেখানে ঘটেনি, তখন সেখানে কী পাওয়া যাবে!"