নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় ধাক্কা খেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বড় সিদ্ধান্ত নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) চাকরি কেলেঙ্কারির অভিযোগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদবের পরিবারের সঙ্গে যুক্ত বহু ব্যক্তির ৬ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সূত্রের খবর, পাটনা এবং গাজিয়াবাদে থাকা লালু ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।