বিরাট ব্যাঙ্ক জালিয়াতি, ED-র জালে ২ রাঘববোয়াল

ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে বড় রকম সাফল্য পেল ইডি (ED)।

author-image
SWETA MITRA
New Update
eddd fraud.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে আবারও সরব হল ইডি (ED)। জানা গিয়েছে, ইডির আধিকারিকরা কারুভান্নুর সার্ভিস কো-অপারেটিভ সোসাইটি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় পিএমএলএ, ২০০২-এর বিধান অনুসারে সতীশ কুমার এবং কিরণ পি পি নামে দু'জনকে ৪ সেপ্টেম্বর গ্রেফতার করে। শুধু তাই নয়, মনোনীত পিএমএলএ বিশেষ আদালতে হাজির করা হয় দুজনকে এবং তাদের তিন দিনের জন্য ইডি হেফাজতে পাঠানো হয়েছে।