নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন শেষ হতে না হতে দেশে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। জানা গিয়েছে, ২০২৪ সালের ১০ জুন সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ১০ জুলাই বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, বাগদা ও রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হতে চলেছে। ভোট গণনা ১৩ জুলাই করা হবে।