নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরের জমা দেওয়া হলফনামায় কোনও গরমিল থাকলে তা যাচাই করার জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-কে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) রাজীব চন্দ্রশেখরের হলফনামায় প্রকৃত ও ঘোষিত সম্পত্তির অসামঞ্জস্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করার পরে কমিশন এই নির্দেশ দিয়েছে।
হলফনামার যে কোনও অমিল বা মিথ্যা প্রমাণ ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৫ এ ধারায় মোকাবিলা করা হয়। আইন অনুযায়ী, মনোনয়নপত্র বা হলফনামায় কোনো তথ্য গোপন করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।