নিজস্ব সংবাদদাতাঃ নতুন রেকর্ড গড়ল ভারতীয় পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে যে, ২০২৩-২৪ আর্থিক বছরে প্যাসেঞ্জার রেভেনিউ বাবদ পূর্ব রেল মোট আয় করেছে প্রায় ৩৬০০ কোটি টাকা। যা ২০২২- ২৩ আর্থিক বছরের চেয়ে ৯% বেশি।
/anm-bengali/media/post_attachments/a8673ac6191dfdc906db132f1e99896b48dc48c72bb6fb7ca912cd6e04a88eb5.jpg)
পূর্ব রেল জানিয়েছে যে, যাত্রী সুবিধার জন্য টিকিট কাটার ভেন্ডিং মেশিন বসানো হয়েছে প্লাটফর্মে। এর ফলে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে রেলযাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা রেলের আর্থিক আয়ের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে এবং এর ফলে বিনা টিকিটে যাত্রী সফরের মত ঘটনা অনেকটাই কমে গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/d22a2b1072acd5a770ba040eb4b5906bc278624995e843655ec9d7de66bec3b1.jpeg?size=690:388)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)